• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লা-৮ আসনে প্রথমবার নির্বাচিত নৌকার শফিউদ্দিন 

বরুড়া প্রতিনিধি

  ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৪১

কুমিল্লা ৮ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন ২ লক্ষ ৭২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এইচ এম এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট।

রোববার (৭ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, কুমিল্লা ৮ আসনে বিজয়ী নৌকার প্রার্থী আবু জাফর শফি উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির এইচ এম এম ইরফান। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট। অন্যান্য প্রাথীদের মধ্যে শরীফুল ইসলাম (গোলাপ ফুল) ৩ হাজার ৪১১ ভোট, মাসউদুল আলম (মোমবাতি) ২ হাজার ৭৫৬ ভোট ও মোজাম্মেল হক বশির (একতারা) ২ হাজার ৫০৬ ভোট পেয়েছেন। এ আসনে মোট প্রার্থী ছিল ১১ জন।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ ৪৯ হাজার ৩৯৬ জন। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার পরও ভোট পড়েছে ২ লক্ষ ১৮ হাজার ১২২টি। অর্থাৎ মোট ভোটের ৬২.৪২ শতাংশ নির্বাচনে ভোট দিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
X
Fresh