• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জয়ের ব্যাপারে যা জানালেন মমতাজ

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৭
মমতাজ বেগম
মমতাজ বেগম

আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে আওয়ামী লীগ থেকে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। এদিন ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পাশাপাশি জয়ের ব্যাপারে গণমাধ্যমে কথা বলেন এই গায়িকা।

মমতাজ বলেন, একজন প্রার্থী হিসেবে আমি দেখলাম এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুবই কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে— সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে কেন্দ্রে। আর সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে গায়িকা বলেন, আগেও বলেছি এবং এখনও বলছি, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। কারণ, মানুষের কাছে খুব জনপ্রিয় মার্কা হচ্ছে নৌকা।

এই ফোক সম্রাজ্ঞী বলেন, সাধারণ মানুষ ব্যক্তি মমতাজ হিসেবেও আমাকে ভীষণ ভালোবাসে। মানুষের দ্বারে দ্বারে আমি গিয়েছি। তারা নৌকা ও আমাকে বেছে নিয়ে ভোট দেবে। এখানে নৌকা মার্কা শতভাগ জয়ী হবে।

প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হন তিনি।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh