• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

দাউদকান্দিতে ঈগল সর্মথকদের হামলায় নৌকার দুই সমর্থক আহত

দাউদকান্দি সংবাদদাতা

  ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫
গুরুতর আহত পিপলু সাহা

কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাইম হাসানের (ঈগল মার্কা) সমর্থকদের হামলায় নৌকা সমর্থক সংখ্যালঘু দুই ভোটারকে কুপিয়ে জখম করেছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে দাউদকান্দির বেগম আমেনা সুলতান সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- পিপলু সাহা (৪৫) ও রঞ্জন সাহা (৩৫)। এদের মধ্যে পিপলু সাহাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পরে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি পুলিশকে জানালে আইনশৃংঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটাররা আবারও ধীরে ধীরে ভোট কেন্দ্রে ফিরতে শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতে আইনশৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এদিকে অভিযোগ ওঠেছে, সাহাপাড়ার পাশ্ববর্তী সবজিকান্দি গ্রামে ঈগল সর্মথকর অস্ত্রসস্ত্রসহ হামলার প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু 
দাউদকান্দি সাহিত্য সংসদ আয়োজিত স্বরচিত কবিতা পাঠ
দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়
ফুটওভার ব্রিজ রেখে প্রাণের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
X
Fresh