• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

জাপান থেকে পর্যবেক্ষক দল আসছে শুক্রবার

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৪, ২৩:০১
জাপান
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছে জাপানের একটি পর্যবেক্ষক দল। দলটি আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাপান সরকার একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মিশনটির নেতৃত্ব দেবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াটানাবে মাসাতো।

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য জাপান সরকার একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিনিধিদল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়ানতাবি মাসাতো, যিনি একসময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

প্রতিনিধিদলটি ভোট প্রদান ও গণনা পর্যবেক্ষণের পাশাপাশি মিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত ও তথ্য বিনিময় করবে।

নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য জাপানের সহযোগিতার একটি অংশ। যা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ
প্রথম ধাপের ভোটে ১৪১ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ
৬০ বছরেও ডিপিডিসিতে চাকরি, আছে গাড়ির সুবিধা
স্বামীর নির্বাচনী প্রচারণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!
X
Fresh