• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধা- ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী আতা

গাইবান্ধা প্রতিনিধি

  ০৩ জানুয়ারি ২০২৪, ২১:৪৮
ছবি : আরটিভি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার আতা ভোটের চার দিন আগে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আতাউর রহমান সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘নির্বাচনী ক্যাম্প আগুনে পোড়ানো, কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর, প্রশাসনের অসহযোগিতা, কর্মীদের মারধর এবং হুমকিসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এ অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন ও স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীসহ মোট ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।


মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
X
Fresh