• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

মাহির প্রচারণায় নেই শোবিজের তারকারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ১২:৫৪
মাহির প্রচারণায় নেই শোবিজের তারকারা
মাহির প্রচারণায় নেই শোবিজের তারকারা

চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে সিনেমার পর্দায় তাকে খুব একটা দেখা না গেলেও রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। কারণ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন এই নায়িকা। বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

মাহি তার নির্বাচনী এলাকায় ভোটাদের বাড়ি গেলে তারা সানন্দেই গ্রহণ করছেন তাকে। চিত্রনায়িকার কথা শুনে অনেকেই তাকে ভোট দেবেন বলেও জানান।

এদিকে মাহির নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষ থাকলেও নেই শোবিজের তারকারা। স্বামী রাকিব সরকার এবং তার দলের লোকদেরই সবসময় দেখা যাচ্ছে। অন্যদিকে সংগীতশিল্পী মমতাজ, চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন অনেক তারকাই।

মাহির নির্বাচনী প্রচারণায় শোবিজের তারকাদের কেন দেখা যাচ্ছে না? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মনে।

রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলার প্রতিটা বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন মাহি। মুহূর্তেই এসব ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রসঙ্গত, নির্বাচনে জয়ী হলে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নের কথাও বলছেন মাহি। শুধু তাই নয়, জয় পেলে নির্বাচনী এলাকার নারীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন এই নায়িকা।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক: পররাষ্ট্রমন্ত্রী
বাঘাইছড়িতে বালুবাহী ট্রাক খাদে, নিহত ১
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
X
Fresh