• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দেশে ফিরলেন রওশন এরশাদ

আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১৮:৫৬
দেশে ফিরলেন রওশন এরশাদ

প্রায় আট মাস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ছাদ এরশাদ বলেন, পরবর্তী কিছুদিন হোটেল ওয়েস্টিনে থাকবেন রওশন এরশাদ। তাই বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেলের উদ্দেশে রওনা করেন তারা। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনীর দিনে উপস্থিত থাকার জন্যই তিনি ঢাকায় এসেছেন। এরপর আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন তিনি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য।

রওশন এরশাদকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক যান রওশন এরশাদ।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের সঙ্গে ৫ সমঝোতা ও চুক্তি সই
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
X
Fresh