• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সরকার সমর্থন দিচ্ছে : জিএম কাদের

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ২০:১৬
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সরকার সমর্থন দিচ্ছে: জিএম কাদের
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতেই সরকার বুঝে না বুঝে সমর্থন দিচ্ছে। এক্ষেত্রে কৃত্রিম সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১০ মে) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঈদ পরবর্তী এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এ কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে অনেক। ফলে মানুষ এখন সংসার চালাতে দিশেহারা হয়ে পড়েছে। গত সপ্তাহে বাজারে সয়াবিন তেল ছিলো না। কিন্তু এখন বিভিন্ন গুদাম থেকে শত শত বোতল সয়াবিন তেল উদ্ধার হচ্ছে।

জাপা চেয়ারম্যান বলেন, বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়েছে যে, ব্যবসায়ীদের কারসাজিতে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। মন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে, সরকার যেনো ব্যবসায়ীদের কাছে জিম্মি।

জিএম কাদের বলেন, করোনায় অনেকেই কাজ হারিয়েছে। প্রতিদিন বেকারের সংখ্যা বেড়েই চলছে। নিয়মিত দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। সাধারণ মানুষ এমন অবস্থা থেকে মুক্তি চায়।

বিরোধীদলীয় উপনেতা বলেন, সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছে। কিন্তু এর মাধ্যমে এমন বাস্তবতা মোকাবেলা করা সম্ভব হবে না। ওয়ার্ডভিত্তিক রেশন কার্ড চালুর মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে হবে।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
কেএনএফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জিএম কাদেরের
বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
X
Fresh