• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি : আজ বিএনপির যৌথ সভা  

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ১১:০৭
ভোজ্যতেলের, মূল্যবৃদ্ধি, আজ, বিএনপির, যৌথ, সভা,   
ফাইল ছবি

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও দাম কমানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা করবে দলটি।

সভায় দলের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেসময় তিনি দলটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার দলের যৌথ সভা ডাকা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন করবেন মহাসচিব।

বিএনপির একটি সূত্র থেকে জানা যায়, গত সোমবার (৯ মে) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া ও ধরন ঠিক করতেই এই বৈঠক করা হয়। বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন তারেক রহমান।

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পর বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি না থাকায় রাজনৈতিক মহলে কিছুটা সমালোচনার সৃষ্টি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে স্থায়ী কমিটির এ সভা হতে যাচ্ছে।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির পাশাপাশি অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও একই দাবিতে কর্মসূচি পালন করা হবে।

বিএনপির অপর একটি সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ১ জানুয়ারি রাজনীতিতে আসেন খালেদা জিয়া। আর ১০ মে ১৯৮৪ সালে খালেদা জিয়া প্রথম বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। তাই বৈঠকে খালেদা জিয়ার বিষয়টিও গুরুত্ব পাবে।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়েও আলোচনা হতে পারে।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh