• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হরতাল : পল্টনে বাম জোটের মিছিল

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২২, ০৯:৫৫
হরতাল: পল্টনে বাম জোটের মিছিল
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

সোমবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে পল্টন মোড় থেকে প্রথম মিছিল বের করেন বাম জোটের নেতাকর্মীরা। মিছিলটি প্রেস ক্লাব, গুলিস্তান, বিজয়নগর মোড় ঘুরে আবার পল্টন মোড়ে আসে।

বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। কোনো যানবাহন জোর করে আটকাচ্ছি না। হরতালে শ্রমজীবী মানুষদেরও সমর্থন আছে।

তিনি বলেন, সরকার যদি জনগণের দাবি না মানে তাহলে আরও কঠোর কর্মসূচি আসবে।

হরতালে সমর্থন জানিয়ে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। এই হরতালে আরও ৯টি বাম সংগঠন সমর্থন জানিয়ে মিছিল করেছে পল্টনে।

গত ১১ মার্চ পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
রাজধানীতে ছাত্রদলের মিছিল
দীর্ঘ হচ্ছে আগুনে মৃত্যুর মিছিল, অবহেলায় অপরাধীরা অধরা
X
Fresh