• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘পিলখানা হত্যাকাণ্ড হঠাৎ করে হয়নি, এর পেছেনে বড় ষড়যন্ত্র ছিল’

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৩
‘পিলখানা হত্যাকাণ্ড হঠাৎ করে হয়নি, এর পেছেনে বড় ষড়যন্ত্র ছিল’
ফাইল ছবি

পিলখানা হত্যাকাণ্ড হঠাৎ করেই হয়নি, এর পেছেনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, পিলখান হত্যাকাণ্ডের পর তদন্ত হয়েছে, এর বিচারকার্য হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রশ্ন আছে। গোয়েন্দা সংস্থাগুলো ষড়যন্ত্রের বিষয়টি কেন জানতে পারেনি? যদি জানতেই পারেন তবে কেন এ ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না। এ বিষয়গুলো এখনও মানুষের মনে সংশয়, সন্দেহ এবং বেদনা সৃষ্টি করে।

তিনি বলেন, আমরা মনে করি এসব প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সবাইকে নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহিতার আওতায় আসা উচিত। কারণ, জবাবদিহিতার অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
কেএনএফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জিএম কাদেরের
X
Fresh