আরটিভি নিউজ
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৪২
শনিবার জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

শনিবার (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় পার্টি (জাপা)। নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে দলটির অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
তিনি বলেন, আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন জি এম কাদের।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
এনএইচ/এসকে
মন্তব্য করুন