• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সপরিবারে করোনায় আক্রান্ত এমপি উবায়দুল মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ২০:২০
সপরিবারে করোনায় আক্রান্ত এমপি উবায়দুল মোকতাদির
উবায়দুল মোকতাদির চৌধুরী, স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন ও মেয়ে অন্বেষা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি ছাড়াও তার স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন ও মেয়ে অন্বেষাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে মোকতাদির চৌধুরী নিজে এই তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব জানান, সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন। সোমবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
মোকতাদির চৌধুরী জানান, পরীক্ষায় করোনা পজিটিভ হলেও শারীরিক তেমন কোনো অসুবিধা নেই। পরিবারের অন্যদেরও তেমন কোনো সমস্যা নেই। বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন বলে জানান তিনি। দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মোকতাদির চৌধুরী।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh