• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির যেসব নেতা করোনা আক্রান্ত

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২২, ২২:০৬
বিএনপি

কয়েকদিন ধরে সারাদেশে ফের করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে বিএনপির বেশকিছু নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলটির একাধিক নেতা করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) এসব তথ্য জানা যায়।

জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, খন্দকার মোক্তাদির আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফুন নাহার কান্তা করোনা আক্রান্ত হয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দুদু ভাই গতকাল (বৃহস্পতিবার) করোনা আক্রান্ত হয়েছেন। অন্যরাও গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবার অবস্থা ভালো। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গতকাল শনিবার করোনা মুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh