আরটিভি নিউজ ডেস্ক
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২০:২২
আ.লীগের ধর্ম কমিটিতে উশুর সেলিম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হয়েছেন উশু ফেডারেশনের সাংগঠনিক কমিটির সহ-সম্পাদক লায়ন খন্দকার মো. সেলিম।
মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর সাক্ষর করা এক চিঠিতে সেলিমকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা বলেন, ‘আপনি আপনার মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামগ্রিক উন্নয়নে যথাযথ ভুমিকা রাখবেন।’
সদস্য মনোনীত হয়ে সেলিম বলেন, ‘আমি ক্রীড়াঙ্গণের মানুষ। উশু ডিসিপ্লিনকে এগিয়ে নিতে কাজ করছি। ক্রীড়ার পাশাপাশি ধর্ম বিষয়ক উপ-কমিটির হিসেবেই দেশের জন্য কাজ করতে চাই।’
এম/
মন্তব্য করুন