• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

‘নারায়ণগঞ্জের নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে’

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৯:১১
‘নারায়ণগঞ্জের নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে’
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

শনিবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।

অপপ্রচারের বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, দেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হচ্ছে বাংলাদেশে নাকি বিনাবিচারে মানুষ হত্যা করা হয়, যা সম্পূর্ণ মিথ্যে। দেশে কোনো মানুষকে হত্যা করা হয় না, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারও করা হয় না। আমি টাঙ্গাইলের কথা বলি। সেখানে গত ১৩ বছরে কোনো বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি বলেন, যারা বাড়িঘর পুড়িয়েছে, মানুষকে পুড়িয়ে দগ্ধ করেছে শুধু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এটিকে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে। মিথ্যাচার করে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তি আবার আসে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণের অভিযোগে আ. লীগ নেতাকে শোকজ
সোনারগাঁ উপজেলা নির্বাচন : প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
উপজেলা নির্বাচন : মন্ত্রীর ভাইয়ের হুমকিতে তোলপাড়  
আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না : ইসি রাশেদা
X
Fresh