• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার চায় বিএনএফ

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫২
প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকারের প্রধান করতে বিএনএফের প্রস্তাব
ছবি সংগৃহিত

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ।

বুধবার (২৯ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটি এই প্রস্তাব দিয়েছে।

এর আগে নতুন ইসি গঠনে চলমান সংলাপে অংশ নিতে বুধবার বিকেলে বিএনএফের ৭ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান।

আলোচনায় বিএনএফ ৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন তারা।

উল্লেখ্য, নতুন ইসি গঠনে গত ২০ ডিসেম্বর জাতীয় পার্টির সঙ্গে আলোচনা দিয়ে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। এ পর্যন্ত মোট ৭টি রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
X
Fresh