Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এবার রাজপথে নামার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যরা।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ কর্মসূচির কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

যথাসময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যদেরকে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

এর আগে, গত রোববার জাতীয় সংসদ ভবনের সামনে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির বর্তমান সংসদ সদস্যরা।

তবে এই প্রথম কোনো কর্মসূচিতে মাঠে নামছেন বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্যরা।

এমএন/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS