• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

‘পালিয়ে না থেকে সাহস থাকলে তারেক রহমান দেশে আসুক’

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২১, ১৩:৩০
‘পালিয়ে না থেকে সাহস থাকলে তারেক রহমান দেশে আসুক’
ফাইল ছবি

পালিয়ে না থেকে সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সোমবার (১ নভেম্বর) রাতে গ্লাসগোতে স্কটল্যান্ড প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় (ভার্চুয়াল) তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে? দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, তারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে।

তিনি বলেন, বিএনপি শাসনামলে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তবে সম্পদের প্রাচুর্য না থাকলেও যে উন্নতি করা সম্ভব, তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত গং দেশকে পিছিয়ে নিতে চায়। আমি থাকলে ডেভেলপমেন্ট হবে এবং আমি না থাকলে এগুলো স্থবির হবে। ওদের মতো চোর-চোট্টারা যদি আসে তাহলে বাংলাদেশ তো রসাতলে যাবে।

এ সময় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশে প্রবাসী বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যা থাকলে তা দূর করা হবে বলেও জানান তিনি।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. জেকিল ও মি. হাইড চরিত্রে অভিনয়, অতঃপর প্রধানমন্ত্রীর ধমক 
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন ও সেনাপ্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী
১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh