• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নব্য আওয়ামী লীগারদের কাদেরের প্রশ্ন

আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২১, ১৭:২৪
ফাইল ছবি।

আমি আওয়ামী লীগ করি, এখন অনেকেই নব্য আওয়ামী লীগার। তারা আমাদের চেয়েও যেন বড় আওয়ামী লীগার। কথায়-কথায় বঙ্গবন্ধু, শেখ হাসিনার প্রশংসা করেন। কিন্তু এটা কী মনের কথা! এভাবেই দলের এক শ্রেণির নেতাকর্মীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেককেই দেখেছি, ১৫ আগস্টের আগে এক বক্তব্য দিয়েছেন, আবার ১৫ আগস্টের পর ভোল পাল্টে ফেলেছেন। এই ভোল পাল্টানো আওয়ামী লীগারদের প্রয়োজন নেই।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার আগের বাংলাদেশকে দেখেছি আমি। আবার ১৫ আগস্টের পরের ছবিও দেখেছি। যখন সচিবালয়ের আশপাশে বিলবোর্ড, পোস্টার আর ব্যানারের ছড়াছড়ি দেখি, আমার ভয় হয়।

তিনি বলেন, চোখের পলকে ১৫ আগস্ট ঘটে গেল। যাদের দেখতাম নব্য আওয়ামী লীগার সেজে মুজিব কোট পরত, ১৫ আগস্টের পর তাদের মুজিব কোট লুকানোর দৃশ্যপটও ভুলিনি।

এদিকে শেখ হাসিনা সরকারের আমলে সচিবালয়ে স্বস্তির পরিবেশ বজায় আছে বলেও দাবি করেন কাদের।

এম

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
X
Fresh