• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ১৮:১৫
সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সোমবার (২৬ জুলাই) দুপুরে ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের উদাসীনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে আজ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে হাসপাতালগুলোতে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধও নেই।

তিনি বলেন, করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লকডাউনে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে এককালীন ১৫ হাজার টাকা অনুদান দেওয়া জন্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের সেই প্রস্তাবে সাড়া দেয়নি। অথচ পত্রিকায় খবর হয়েছে সরকারের ২৮ হাজার কোটি টাকা প্রণোদনার শতকরা ৮৬ শতাংশ ভুয়া। এছাড়া সরকারি প্রণোদনা পাওয়ার জন্য যাদের নাম দেওয়া হয়েছে তাদের অধিকাংশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালে যেভাবে বাকশাল কায়েম করে দেশ পরিচালনা করা হয়েছিল, আজকে সরকার সেদিকেই এগিয়ে যাচ্ছে।

জেএইচ


মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
X
Fresh