• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশবাসীকে সাহসী করেছে

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২১, ১৭:৪২
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশবাসীকে সাহসী করেছে
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি 

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যেখানে করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন, সেখানে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় দেশের মানুষকে সাহসী করেছেন। মহামারি করোনার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর প্রবৃদ্ধি যখন হ্রাস পাচ্ছে সেখানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৮ জুলাই) দিনাজপুর জেলার বিরলে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রথম দফায় টিকা পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। প্রথম পর্যায়ে টিকা পাওয়া ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য সাফল্য। যখন ইউরোপের অনেক দেশ টিকা পায়নি, তখন বাংলাদেশের মানুষ টিকা পেতে শুরু করেছে। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আমাদের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এখন চারদিক থেকে টিকা আসা শুরু হয়েছে। আবার গণহারে টিকা দেওয়া শুরু হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজ সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআই/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে: প্রধানমন্ত্রী
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাড়ি গেলেন প্রধানমন্ত্রী
‘বিদ্যুৎ সংকটে লোডশেডিং গ্রামে নয়, হবে গুলশান-বনানীতে’
X
Fresh