• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘করোনায় মৃত্যু হলে সব শ্রমজীবীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে’

আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৫:৩৩
‘করোনায় মৃত্যু হলে সব শ্রমজীবীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে’
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি জানিয়েছেন, ব্যাংকের কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তাদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্যান্য পেশাজীবীর মৃত্যুতেও তাদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

আজ শনিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে ব্যাংকের কোনও কর্মকর্তা-কর্মচারী করোনায় মারা গেলে তাদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। এক্ষেত্রে সাংবাদিক, পুলিশ, পোশাক শ্রমিকসহ সব শ্রমজীবী মানুষের ক্ষেত্রেই সমান ক্ষতিপূরণ দিতে হবে।

এসময় তিনি গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh