• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল (ভিডিও)

জাহিদ রহমান

  ২৯ এপ্রিল ২০২১, ০৮:১৪

স্বাস্থ্য পরীক্ষার জন্য করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, হাসপাতালে বেগম জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গুলশানের বাসভবন থেকে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার সিটিস্ক্যান করা হয়। সিটিস্ক্যানে তার শারীরিক অবস্থা ভালো থাকলেও বেশ কিছু টেস্ট বাকি থাকায় হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে।

আরও পড়ুনঃ মুনিয়ার সুরতহাল রিপোর্টে যেসব বর্ণনা দিয়েছে পুলিশ

ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। সব টেস্ট শেষ করে আগামী দুই এক দিনের মধ্যে বাসায় নেয়া হবে তাকে।

চিকিৎসক বলেন, বারবার আনা-নেয়ার থেকে আমরা তাকে কেবিনে অস্থায়ীভাবে ভর্তি রেখেছি। বেশ কিছু পরীক্ষা বাকি আছে। পরীক্ষাগুলো শেষ হলে চিকিৎসক দ্বারা দেখানোর পর বাসায় নেয়া হবে বেগম জিয়াকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ম্যাডামকে মোটামুটি ভালো দেখেছি। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গেল বেশকিছু দিন আগে করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে দ্বিতীয় দফা টেস্টেও করোনা পজিটিভ আসে তার।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলাপ হয়নি : মির্জা ফখরুল
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য ১৪ মে
X
Fresh