• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

আলজাজিরার প্রতিবেদনের গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি বিএনপির

আরটিভি নিউজ

  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৩
আলজাজিরার প্রতিবেদনের গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি বিএনপির
ফাইল ছবি

আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনের গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলটি বলছে প্রতিবেদন জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে রিজভী বলেন, গেল ১ ফেব্রুয়ারি আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করছে। এতে জনগণ আরও বেশি উদ্বিগ্ন হচ্ছেন ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠা ঘনীভূত হচ্ছে।

রিজভী বিবৃতিতে আরও বলেন, বিএনপিও এ দেশের মানুষের সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুধবার দেশে ফিরছেন মির্জা ফখরুল
বিএনপির সমাবেশের ব্যাপারে যা জানাল ডিএমপি
বিএনপির স্থগিত সমাবেশ শুক্রবার
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে: কাদের
X
Fresh