smc
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ১৫ কার্তিক ১৪২৭

বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

  আরটিভি নিউজ

|  ০৭ অক্টোবর ২০২০, ১৩:১৬
Bangladesh Nationalist Party-BNP, Rape
ছবি- সংগৃহীত
ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করবে বিএনপির।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ধর্ষণবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

তিনি বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো বিষয়গুলো এই অবৈধ সরকারের ছত্রছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। এছাড়া গেল কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো একটি মহোৎসবে পরিণত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একইসঙ্গে দেশের আইন শৃঙ্খলার অবনতি ও দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলেছে, সরকার যখন ক্ষমতায় তখন এই দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।

তিনি জানান, বৃহস্পতিবার ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সারাদেশে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।  

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়