• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-৫ আসনে লাঙলের প্রার্থী আসুদ, নওগাঁ-৬ আসনে গোলাম কবির 

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:০২
National Party (JPA)
সংগৃহীত

আসন্ন উপ-নির্বাচনে দুই আসনে প্রার্থী চুড়ান্ত করেছে দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটি ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে কাজী গোলাম কবিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।

শনিবার (১২ সেপ্টম্বর) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারগ্রহণ শেষে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ বোর্ডের সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা-৫ আসনে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তাই লাঙল প্রতীক নিয়ে ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসুদ। তিনি বিগত দশম ও একাদশ সংসদ নির্বাচনে লাঙল প্রতীকে ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করেছিলেন।

জাতীয় সংসদের শূন্য ঘোষিত নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
X
Fresh