• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ভ্যাট পরিশোধ করলো ফেসবুকের বাংলাদেশ এজেন্ট

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০
httpool facebook Bangladesh, nbr,
ছবি- সংগৃহীত

ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আগস্ট মাসের প্রাপ্য ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট জমা দিয়েছে।

বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে তারা এই ভ্যাট সংগ্রহ করে। এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুল’র বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকার বকেয়া ভ্যাট ও ১ লাখ ৫৫ হাজার টাকার ব্যক্তিগত জরিমানা জমা দেয়।

মইনুল খান জানান, সেপ্টেম্বরের ১৫ তারিখ ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসের এই ভ্যাট পরিশোধ করে।

এইচটিটিপুল’র ম্যানেজিং ডিরেক্টর আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি প্রতিষ্ঠানও কর না দিতে তদবির করে: এনবিআর চেয়ারম্যান
গাড়ি মালিকদের জন্য সুখবর
ভাড়া বাড়তে পারে মেট্রোরেলের 
সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী নিয়ে টিআইবির উদ্বেগ
X
Fresh