• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশের প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা অনুদান প্রদান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ১৬:৪৩
দেশের প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা অনুদান প্রদান
ফাইল ছবি

করোনাভাইরাসের মহামারির মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া দেশের প্রায় আড়াইলাখ মসজিদের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে সরকার।

আজ বুধবার (২০ মে) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, দেশের প্রত্যেকটি সিটি করেপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। এই অনুদান বাবদ মোট ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।

সরকারের এই টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারেরর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ/জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে এরইমধ্যে জমা করা হয়েছে।

সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকতা ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে এই অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্থ অনুমোদনের ফলে তার সেই প্রতিশ্রুতি বাস্তব করা হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
চাঁদ দেখতে পেলে ফোনে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন
চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
চাঁদ দেখা নিয়ে যা বললো আবহাওয়া অধিদপ্তর
X
Fresh