• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মসজিদ খোলা থাকবে, খতম তারাবিও হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০২০, ১৭:২৯
মসজিদ খোলা থাকবে, খতম তারাবিও হবে : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ফাইল ছবি)

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে।’

করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে রোববার (২৬ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা যে কথাটা বলছি, মসজিদ কিন্তু বন্ধ না। আমরা ওয়াক্তের নামাজের ক্ষেত্রে বলেছিলাম, ওয়াক্তের নামাজে পাঁচজন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। দুজন কোরআনে হাফেজ সম্পূর্ণরূপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে ২৬ মার্চ থেকে কয়েক দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় যেকোনো ধরনের জনসমাগম না করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। মসজিদের ওয়াক্ত ও জুমার নামাজে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে ঘরে নামাজ আদায় করার জন্য বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পি

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
পাগলা মসজিদে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ টাকার সঙ্গে মিলল আরও যা যা
প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি
পাগলা মসজিদে সাড়ে ৭ ঘণ্টায় পাওয়া গেল যত টাকা 
X
Fresh