• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভ্রমণের সময় যে দোয়া পড়বেন

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২১, ১৫:৩৪
ভ্রমণের সময় যে দোয়া পড়বেন
ফাইল ছবি

মানুষ আল্লাহ তাআলার একাত্মবাদের নিদর্শন পরিদর্শনে পৃথিবীর সৌন্দর্য অবলোকনে বের হলে যেন নিরাপদে সুন্দরভাবে সফর বা ভ্রমণ সম্পন্ন করতে পারেন। আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে মানুষকে সফর সম্পন্ন করার তাওফিক দেন, সে জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহকে সফরের দোয়া শিক্ষা দিয়েছেন।

আল্লাহ তাআলা বলেন, ‘(হে রাসুল!) আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, কীভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। (সুরা আনকাবুত : আয়াত ২০)

দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা ইলাইকা তাওয়াঝ্ঝাহতু ওয়া বিকা ই’তাসামতু; আল্লাহুম্মাকফিনি মা আহাম্মানি ওয়া মা লা আহতাম্মু বিহি; আল্লাহুম্মা যাওয়্যেদনিত তাক্বওয়া ওয়াগফিরলি জামবি; ওয়া ওয়াঝ্ঝিহনি লিলখাইরি আইনামা তাওয়াঝ্ঝাহতু।

অর্থ : হে আল্লাহ! তোমার দিকেই দৃষ্টি ফিরাই। তোমার নিকটই আশ্রয় চাই। হে আল্লাহ! আমার গুরুত্বপূর্ণ এবং সাধারণ কাজকর্মে সাহায্যকারী হিসাবে তুমিই যথেষ্ট। হে আল্লাহ! তুমি আমাকে তাকওয়ার ভূষণে ভূষিত কর। আমার গোনাহকে ক্ষমা কর। আমি যেখানেই যাই তুমি আমাকে কল্যাণের দিকে ধাবিত কর।

বাহনে চড়ার পর রাসুল (সা.) ভ্রমণের দোয়া পড়তেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি ছাখ্‌খারালানা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।’

অর্থ : আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পূতপবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।

রাসুল (সা.) আরেকটি দোয়া পড়তেন- ‘আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারনা হা-যা, ওয়াতওই আন্না বু’দাহু, আল্লাহুম্মা আনতাস্‌-সাহিবু ফিস্‌-সাফার, ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন ওয়া-ছা-ইস সাফারি ওয়া-কাআবাতিল মানজারি, ওয়া সুইল মুনকালাবি ফিল আহলি ওয়াল মাল।’

অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য আমাদের এ সফর সহজ করে দাও। রাস্তার দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! তুমি আমাদের সফরের সঙ্গী এবং আমাদের পরিবারের কাছে তুমি আমাদের স্থলাভিষিক্ত। হে আল্লাহ! তোমার কাছে সফরের কষ্ট-ক্লান্তি ও ভয়ানক দৃশ্য দেখা থেকে এবং পরিবার, সম্পদ-বিত্ত ও অধীনস্তদের কাছে খারাপ অবস্থায় ফেরত আসা থেকে তোমার কাছে রক্ষা চাই। (মুসলিম, হাদিস : ৯৭৮/২)

ভ্রমণের মাঝপথে কোথাও অবস্থান করতে হলে এ দোয়া পড়ার নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেন, ‘এই দোয়াটি পড়লে, ঘরে ফেরা পর্যন্ত কোনও কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটি- ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক’ (মুসলিম, হাদিস : ২৭০৮)

অর্থ : আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরম থেকে বাঁচার দোয়া
তীব্র গরমে মহানবী (সা.) যে দোয়া পড়তেন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
X
Fresh