• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লার ঘটনা নিয়ে যা বললো ধর্ম মন্ত্রণালয়

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ২০:৫০
ফাইল ছবি

কুমিল্লায় মন্দিরে ‘কুরআন শরীফ’ অবমাননার ছবি ছড়িয়ে পড়া পর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনা খতিয়ে দেখতে ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) কুমিল্লার ঘটনা খতিয়ে দেখতে এক জরুরি ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি।

ধর্ম মন্ত্রণালয় আরও বলেছে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় সম্প্রীতি ও শান্তির-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধও জানায় মন্ত্রণালয়।

বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দির কুরআন রাখাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ এলাকাবাসীদের তোপের মুখে পড়েন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
X
Fresh