• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বনবি রাতে নিয়মিত যে সাত আমল করতে বলেছেন

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২১, ২০:০২
বিশ্বনবি রাতে নিয়মিত যে সাত আমল করতে বলেছেন
ফাইল ছবি

আল্লাহ বলেন, ‘তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। (সুরা আন-নাবা; আয়াত -৯) ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা-ভাবনাকে দূর করে মস্তিষ্ক ও অন্তরের সকল প্রকার স্বস্তি ও শান্তি দান করে।

অনেকেই রাতের খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়েন। আবার অনেকেই আছেন রাতের খাবার খাওয়ার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন। মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত-বন্দেগি করে। আবার দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাতে নিয়মিত ৭টি আমল করে থাকেন।

আমলগুলো হলো-

১. অজু করা।

২. আয়াতুল কুরসি ও সুরা বাকারা শেষ ২ আয়াত পড়া।

৩. সুরা মুলক পড়া এবং ইসতেগফার করা।

৪. তিন কুল (সুরা নাস, ফালাক্ব ও ইখলাস) পড়া।

৫. সুরা কাফেরূন ও সুরা ফাতেহা পড়া।

৬. তিন তাসবিহ (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার) পড়া।

৭. ঘুমানোর আগে দোয়া পড়া এবং ডান কাতে শোয়া।

মুমিন মুসলমানের উচিত, রাতে ঘুমানোর আগে উল্লেখিত ৭ আমল নিয়মিত করার মাধ্যমে হাদিসের অনুসরণ ও অনুকরণ করা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা নিতে পারছি না’
ধর্মকর্ম ও তেল ব্যবসায় সময় কাটাচ্ছেন নায়ক মেহেদী (ভিডিও)
ধর্মান্তরিত হওয়ার ঘোষণা, একদিন পরই ক্ষমা চাইলেন অভিনেত্রী
এবার সন্তানদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় চান আমলারা
X
Fresh