Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮

২১ বছরের যুবকের নির্মিত ৫০০ বছরের স্মৃতি গাঁথা মসজিদ (ভিডিও)

২১ বছরের যুবকের নির্মিত ৫০০ বছরের স্মৃতি গাঁথা মসজিদ (ভিডিও)
২১ বছরের যুবকের নির্মিত ৫০০ বছরের স্মৃতি গাঁথা মসজিদ (ভিডিও)

সুলতান ফাতেহ মুহাম্মদ-এর নামানুসারে নির্মিত মসজিদ। ফাতেহ শব্দের অর্থ বিজয়। রাসুলে কেরাম (সা.)-এর ভবিষ্যৎ করা একজন মহান পুরুষ এই সুলতান ফাতেহ মুহাম্মদ। কনস্টান্টিনোপল জয় করেছিলেন এই সুলতান।

মসজিদটি ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত বিখ্যাত। ১৪২৩ থেকে ১৪৭০ পর্যন্ত মসজিদটির সংস্কার কাজ চলে। এছাড়া সুলতান ফাতেহ মুহাম্মদ বীরের মতোই স্মরণীয় হয়ে আছে মসজিদটি। সারা বিশ্বের প্রসিদ্ধ মসজিদগুলোর মধ্যে একটি এই মসজিদ।

সুলতান ফাতেহ মুহাম্মদ বাইজেন্টাইনদের কাছ থেকে তাদের পরিকল্পিত এবং সু-সিদ্ধান্তের মাধ্যমে এই অঞ্চলকে তিনি বিলিত করেছিলেন। এছাড়া ইসলামের পতাকা উড্ডয়ন করেছিলেন বলে এই অঞ্চলকে ফাতেহ বলা হয়। সমগ্র তুরস্কের মধ্যে একমাত্র এই ফাতেহ এলাকা ধার্মিক এলাকা হিসেবে পরিচিত।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

RTV Drama
RTVPLUS