Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮

সুলতান সুলেমানের ‘সোলাইমানিয়া’ মসজিদ বিশ্বজুড়ে কেন এত বিখ্যাত? (ভিডিও)

সুলতান সুলেমানের ‘সোলাইমানিয়া’ মসজিদ বিশ্বজুড়ে কেন এত বিখ্যাত (ভিডিও)
সুলতান সুলেমানের ‘সোলাইমানিয়া’ মসজিদ বিশ্বজুড়ে কেন এত বিখ্যাত (ভিডিও)

সোলাইমানিয়া জামে মসজিদ, তুরস্কের ইস্তাম্বুল শহরের বৃহত্তম মসজিদ এটি। ১৫৫০ থেকে ১৫৫৭ সালের মধ্যবর্তী সময়ে নির্মাণ করা হয়েছে মসজিদটি। উসমানীয় স্থাপত্যের মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন এটি। সুলতান প্রথম সুলাইমান এটি নির্মাণের আদেশ দেন এবং যে কারণে তার নামেই নামকরণ করা হয়েছে মসজিদটির।

সোলাইমানিয়া জামে মসজিদটি নির্মাণ করেছেন স্থপতি মিমার সিনান। তিনি এমন একজন স্থপতি যার বেশ সুখ্যাতি রয়েছে। ইতিহাসের পাতায় তার শৈল্পিক সৌন্দর্য আজও মানুষের চোখ ধাঁধিয়ে তুলে।

মসজিদটির গেট পাথরে খোদাই করে সাজানো। এর একটি মূল গম্বুজ রয়েছে এবং এর দুই পাশে স্থাপন করা হয়েছে দুটি অর্ধ-গোলাকার গম্বুজ। মসজিদের ভেতরে বাতাস চলাচলের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে। প্রায় ৫০০ বছর আগে যখন বিদ্যুৎ ছিল না তখন মসজিদের মাঝখানে প্রবেশপথের উপরে একটি ছোট কক্ষ তৈরি করেন।

সুলাইমানি মসজিদের তলদেশে বেশ কয়েকটি টানেল খোলা রয়েছে। এসব টানেলের মাধ্যমে তৎকালীন সময় মসজিদ ও আশপাশের এলাকায় পানির চাহিদা মেটানো হতো। মসজিদটিতে রয়েছে চারটি মিনার, যেগুলো প্রতিটি ৭২ মিটার করে উঁচু।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

RTV Drama
RTVPLUS