logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু কাল

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু কাল
ফাইল ছবি
রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এরই মধ্যে ইজতেমার সকল প্রস্ততি নিয়েছেন যোবায়ের অনুসারীরা।

জোড় ইজতেমা উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। 

জানা গেছে, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এতে চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

এসএস/এসএস

RTV Drama
RTVPLUS