• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৩ দিন নয়, সংবাদপত্রে এবার ঈদের ছুটি ৬ দিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ২২:৩৮
সংবাদপত্র
সংবাদপত্র

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে। প্রতি ঈদেই তিন দিন সংবাদপত্রের ছুটি থাকলেও এবছর করোনা ভাইরাসের কারণে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (২০ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে এই ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো। এবারই এতদিন বন্ধ থাকছে সংবাদপত্র।

করোনাভাইরাস সংকটের কারণে সংবাদপত্র ছাপানো ও বিলি করার কাজে ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে অনেক পত্রিকা তাদের ছাপার কাজ বন্ধ করে দিয়ে শুধু অনলাইন ভার্সন চালাচ্ছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
X
Fresh