• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জনকণ্ঠের আন্দোলনরত সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ২৩:১৫
জনকণ্ঠের আন্দোলনরত সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০
জনকণ্ঠের আন্দোলনরত সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

চাকরি হারানোর পর আন্দোলনরত দৈনিক জনকণ্ঠের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে দৈনিকের ভবনটির সামনে এ ঘটনা ঘটে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জনকণ্ঠ ইউনিটের ইউনিট চিফ ও জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের উপর গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে করে আমাদের ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

হামলার ঘটনায় আহত হওয়া সাংবাদিকদের মধ্যে ফিরোজ মান্না, ওয়াজেদ হীরা এবং আনোয়ারুল ইসলাম সাজু গুরুতর আহত হয়ে রাজধানীর মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, চাকরিচ্যুত করায় এর প্রতিবাদ হিসেবে অহিংস আন্দোলন করছিলেন তারা। আন্দোলনের এক পর্যায়ে গ্লোবের কর্মীরা ইটপাটকেল ও কাঠের লাঠি দিয়ে হামলা চালায়। এছাড়াও বিভিন্ন ভবনে তল্লাশি চালিয়েও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এর আগে চাকরি বহাল রাখার দাবিতে দৈনিকের ভবনটির প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন চাকরিচ্যুত সাংবাদিকরা। রোববার দুপুর ১২টা থেকে দৈনিকের ভবনটির প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh