প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মারা গেছেন
দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান
করোনাভাইরাস আক্রান্ত হয়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান (৫৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে মিজানুর রহমান খানকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত বছর ডিসেম্বর মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (৯ জানুয়ারি) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
এফএ