কবি আদিত্য কবির মারা গেছেন
আদিত্য কবির একজন কবি, লেখক ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব। বুধবার ভোর রাতে ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । (ইন্না লিল্লাহি... রাজিউন)।
তার প্রয়াণে মিডিয়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৪৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
আদিত্য কবির জনপ্রিয় বিনোদন পাক্ষিক আনন্দভুবনের সহকারী সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিক এবং বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ। এক সময় সাংবাদিকতা ছেড়ে যোগ দেন বিজ্ঞাপন মিডিয়ার জগতে।
বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে দীর্ঘদিন কাজ করেছেন। আদিত্য কবির ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সবশেষ মাস ছয়েক আগে যোগ দেন ক্যারট কমিউনিকেশন্স নামে একটি বিজ্ঞাপনী সংস্থায়।
তার বাবা দেশের খ্যাতিমান প্রয়াত কবি হুমায়ুন কবির।
এম