বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত আরটিভি: সৈয়দ আশিক রহমান
ছবিতে সৈয়দ আশিক রহমান।
সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধি করে, বস্তুনিষ্ঠ সংবাদ সবার মাঝে পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত আরটিভি। বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
গেল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অন্যদিকে একই দিন সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সৈয়দ আশিক রহমান। স্থানীয় পৌর মেয়র নাদের বখত তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এসময় আরটিভির উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদসহ স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম