• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে 

আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২০, ১৫:০৪
 coronavirus, bangladesh
ছবি-সংগৃহীত

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১০ হাজার ৫১০ জনে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। সব মিলিয়ে ২ হাজার ৭০৯ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন তুলে ধরেন।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪১ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৩৯৯ জনে।

নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা শনাক্তে গেল ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯৮টি নমুনা। সব মিলিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি।

আরও পড়ুন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০৫৭ ও মৃত্যু ৪১

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh