• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০২০, ১৬:০৮
পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে
ফাইল ছবি

করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত পুলিশে করোনায় আক্রান্ত মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ জন। তবে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ১১৯ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ বাহিনীতে ১৫২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুলিশের এক পরিদর্শকসহ মৃত্যুবরণ করেছেন ১৪ জন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, পুলিশের মাঝে করোনায় আক্রান্ত হওয়া ১ হাজার ১১৯ জন সদস্য সুস্থ হয়েছেন। তাদের অনেকেই এরইমধ্যে কাজে যোগ দিয়েছেন।

তিনি জানান, জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্য মারা গেছেন।

করোনায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যরা হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা, এএসআই শ্রী রঘুনাথ রায়, কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, কনস্টেবল মো. আশেক মাহমুদ, এসআই সুলতানুল আরেফিন, এসবির এসআই নাজির উদ্দীন, এসআই মো. মজিবুর রহমান তালুকদার, সিএমপির কনস্টেবল মো. নঈমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মোখলেসুর রহমান, ডিএমপির নায়েক মো. আল মামুনুর রশিদ, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে এসআই আল মোশাররফ হোসেন, সিএমপির কনস্টেবল নেকবার হোসেন এবং সিটিটিসির পরিদর্শক রাজু আহম্মেদ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh