• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৬

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ১৫:০৫
 coronavirus, bangladesh
ছবি-সংগৃহীত

বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬১৭ জন। দেশের নানা প্রান্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৮ জনে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৬ জনে।

বুধবার (২০ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিবেচনায় ০-১০ বছরের মধ্যে ১ জন, ১১-২০ বছরে মধ্যে ১ জন, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ২ জন, ৮১-৯০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, ২৪ ঘণ্টায় নতুন আইসোলেশনে এসেছেন ৩০০ জন। ছাড় পেয়েছেন ১০০ জন। আর বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮১৬জন।

বিশ্বের নানা প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ২৫ হাজার দাঁড়িয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh