• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আরও ১২৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০২০, ২০:২৩
In the last 24 hours, 126 more policemen have been infected with coronavirus (Covid-19).
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় আরও ১২৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৯ জনে। এ পর্যন্ত ৯ পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন। আর মোট সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩০ পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন তারা।

তিনি জানান, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৪৫ পুলিশ সদস্যের পরপর দুইবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুইবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানান।