• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি মিলেছে

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২১, ১৭:২০
২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি মিলেছে

করোনাভাইরাস প্রতিরোধে কেনা, উপহার ও অনুদান মিলিয়ে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (১৮ আগস্ট)সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের নিয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় টিকার বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। সবশেষ পারচেজ কমিটিতে ছয় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয় বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে তিন কোটি ১০ লাখ কিনেছি। টিকা নিয়ে আর অসুবিধা হবে না বলেও জানান মন্ত্রিপরিষিদ সচিব।

এমএন

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
জুন-জুলাইয়ে হতে পারে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ সফর
ফুফাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী
হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
X
Fresh