• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদনের সময় বাড়ল

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২১, ১৬:২০
ছবি সংগৃহীত।

বিদেশে অধ্যয়নরত ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য আবেদনের মেয়াদ আরো চার দিন বাড়িয়েছে সরকার।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আগামী শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন সংগ্রহ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকার আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে গত মঙ্গলবার একটি পরিপত্র জারি করা হয়। সেখানে শিক্ষার্থীদের সময়সীমা ২৭ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন নেয়ার বিষয়টি যুক্ত করা হয়।

জানা গেছে, টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার জন্য আবেদন করার অনুরোধ করেছে। বিদেশে অধ্যয়নরত ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের আবেদন শুরু হয়েছিল ১৩ জুলাই। আর শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২৭ জুলাই।

এম

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুলতান সুলেমানের রাজপ্রাসাদে কি করছেন ফারিণ
বোরো খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ
X
Fresh