• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

‘দুই সপ্তাহে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি করুণ হবে’

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২১, ১৬:৫০
‘দুই সপ্তাহে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি করুণ হবে’

সারাদেশ করোনাভাইরাস সংক্রমণ যে হারে বাড়ছে, এটি অব্যাহত থাকলে আগামী ১৪ দিনের মধ্যে হাসপাতালে রোগীদের জন্য শয্যার সংকট হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে পরিস্থিতি করুণ হয়ে যাবে।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন এ কথা বলেন।

তিনি বলেন, বছরের ২৬ সপ্তাহের তুলনায় ২৭তম সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার ৩১ শতাংশে বেড়েছে। এভাবে বাড়তে থাকলে আগামী কয়েক দিনে দৈনিক শনাক্ত ১৪ বা ১৫ হাজার হওয়ার আশঙ্কা আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আরও বলেন, গত ২৭ সপ্তাহে করোনা সংক্রমণে মৃত্যু বেড়েছে। ডেল্টা ভেরিয়েন্টের কারণে সংক্রমণ ও মৃতের হার বেশি হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh