Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৬:২৬
আপডেট : ০৯ জুন ২০২১, ১৬:২৯

বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি খারাপ হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

করোনাভাইরাস সংক্রমণরোধে সীমান্তবর্তী জেলায় ঘোষিত বিধিনিষেধ শিথিল করলে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে। ইতোমধ্যে চলতি মাসে করোনা সংক্রমণ বেড়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুন) পর্যন্ত বেড়ে ১২ শতাংশের বেশি হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৯ জুন) করোনা বিষয়ক নিয়মিত অনলাইন বিফ্রিংয়ে এ আশঙ্কার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করছে প্রশাসন। এটি সবার মঙ্গলের জন্য করা হচ্ছে। এই বিধিনিষেধ মেনে চলতে সকলের সহযোগিতা লাগবে।

নাজমুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে জয়পুরহাটে শতকরা শনাক্তের হার ২৫ শতাংশের বেশি, চাঁপাইনবাবগঞ্জে ২৯ শতাংশের বেশি, রাজশাহীতে ২৩ শতাংশের বেশি। জেলাগুলোতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে। এখানে কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করতে হবে।

এফএ

RTV Drama
RTVPLUS