• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবিএম আব্দুল্লাহর নামে ফেসবুকে ছড়ানো করোনার চিকিৎসাপত্রটি ভুয়া

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৪:৪৮
Corona's medical certificate spread on Facebook in the name of ABM Abdullah is fake
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।। ফাইল ছবি

ইন্টারনেটে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর নাম ও ছবি ব্যবহার করে করোনাভাইরাসের চিকিৎসাপত্র নিয়ে গুজব ছড়ানো হয়েছে। ভুয়া ওই চিকিৎসাপত্রের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক।

শুক্রবার (৩০ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সম্ভব নয়। কারণ একেক রোগীর ধরন একেক রকম থাকে। তাদের চিকিৎসা নির্ধারিত হয় অবস্থার আলোকে। তাই ফেসবুকে চিকিৎসাপত্র দেখে বিভ্রান্ত না হয়ে করোনার চিকিৎসায় জাতীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ফ্রি টেলিমেডিসিন কেন্দ্রে যোগাযোগ কিংবা প্রয়োজনে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করার অনুরোধ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘সম্প্রতি আমি আমার চিকিৎসক সহকর্মী ও শিক্ষার্থীদের মাধ্যমে অবগত হয়েছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ও ছবি ব্যবহার করে কোভিড-১৯ চিকিৎসার একটি চিকিৎসাপত্র বেনামে প্রচার করা হচ্ছে। এভাবে গণমাধ্যমে সরাসরি ওষুধ সম্বলিত ব্যবস্থাপত্র প্রচার করা উচিত নয়, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। আমাদের দেশের এই করোনা সংকটকালে চিকিৎসক এবং সাধারণ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে কোনো কোভিড-১৯ রোগী (মৃদু, মাঝারি ও সংকটময়) কী চিকিৎসা পাবেন তা নির্ধারিত হয় তার অবস্থা বুঝে এবং তা সংশ্লিষ্ট চিকিৎসকরা গাইডলাইন ও ব্যক্তিগত দক্ষতা দ্বারা নির্ধারণ করেন। এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বা ভেন্টিলেশনে থাকা রোগীর চিকিৎসাও কিন্তু তার অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। তাই জনগণের প্রতি অনুরোধ আপনাদের করোনা সংক্রান্ত যেকোনো বিষয়ে জাতীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ফ্রি টেলিমেডিসিনের নম্বরগুলোতে (৩৩৩, ১৬২৬৩, ১০৬৫৫) যোগাযোগ করুন এবং প্রয়োজন হলে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh